Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিধান্ত সমুহ

ধুবড়িয়া ইউনয়ন পরিষদের সকল দিধান্ত ইউপি সদস্য সবাই মিলে নিয়ে থাকেন জার কারনে সকল কাজ সমুহ সহজ হয়। কাজের মান ভাল হয়।

 

‘‘সাধারণ সভার রেজুলেশন’’

ইউনিয়নঃ ধুবড়িয়া উপজেলাঃনাগরপুর  জেলাঃ টাঙ্গাইল ।

 

সভার তারিখ   ঃ  প্রতি মাসের দ্বিতীয় মঙ্গল বার                                      সময়    ঃ  বেলা ১২  টা ।

উপস্থিতি স্বাক্ষরঃ হাজিরা খাতায় পৃথকভাবে সংরক্ষিত ।                                  সভার স্থানঃ  ইউপি সভাকক্ষ ।

সভাপতি       ঃ  জনাব মো: শফিকুর রহমান খান শাকিল।

                    চেয়ারম্যান , ধুবড়িয় ইউনিয়ন পরিষদ ।

 

         অদ্যকার  সভার সভাপতি  জনাব মো: শফিকুর রহমান খান শাকিল। চেয়ারম্যান , ফুলকী ইউপি সভাপতির আসন গ্রহন করে উপস্থিত সকলকে স্বাগত ও অভিনন্দন জানিয়ে আলোচনা শুরু করেন ।

# আলোচ্য সূচী #

১। গত সভার কার্যবিবরণী পাঠ ও দৃঢ়করণ ।

২। প্রকল্প গ্রহণ প্রসঙ্গে ।

৩। বিবিধ ।

# সভার সিদ্ধামত্ম #

১ নং আলোচনা  অদ্যকার সভায় গত সভার কার্যবিবরণী পাঠ করা হয় এবং পাঠামেত্ম উহা সর্বসম্মতিক্রমে দৃঢ়করন করা হয় ।

২ নং আলোচনাসভাপতি সাহেব সভাকে অবহিত করেন যে, ২০১৩-২০১৪ সনে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচীর আওতায় অত্র ফুলকী ইউনিয়নের জন্য ৪,৫০,০০০/ (চার লÿ পঞ্চাশ হাজার ) টাকা বরাদ্দ পাওয়া গিয়াছে ।   উক্ত বরাদ্দ দ্বারা জনগণের চাহিদার প্রেক্ষিতে সর্বাধিক গুরুত্বপূর্ন ৩টি স্কীম  গ্রহণের জন্য তিনি আহবান জানান ।