বিদ্যালয়টি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার ধুবড়িয়া ইউনিয়নের বলরামপুর গ্রামে অবস্থিত। বিদ্যালয় ভবনটি তিন কক্ষ বিশিষ্ট। বিদ্যালয়টিতে বতর্দমান অধ্যয়নরত ছাত্র/ছাত্রী সংখ্যা ২৯৩ জন এবং কর্মরত শিক্ষক সংখ্যা ৩ জন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদটি বর্তমানে শুন্য। শিক্ষার্থীর অনুপাতে বিদ্যালয়ে আসবাব পত্র নেই বললেই চলে। মাত্র ১৯ জোড়া বেঞ্চ, ৫টি চেয়ার, ৫টি টেবিল, ২টি আলমারী আছে। বিদ্যালয়ে কোন বাউন্ডারি দেয়াল নেই। বেঞ্চের অভাবে কোমলমতি শিক্ষার্থীদের বসার অসুবিধা হয়। বিদ্যালয়ের রেকর্ডকৃত জমির পরিমাণ ৪১ শতাংশ এবং বেদখল ১২ শতাংশ। |
অত্র এলাকার বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গের উদ্যোগে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এদে মেধ্যে মীর গফুর হোসেন, মীর ইউসুফ হোসেন, সৈয়দ মুকুল হোসেন, মোঃ চান্দু মোল্লা, মীর তোফাজ্জল হোসেন, মোঃ আঃ জববার, মোঃ আতোয়ার রহমান, মোঃ আবু বকর সিদ্দিকী, মোঃ আবুল বাসার বিশেষ ভাবে উল্লেখযোগ্য। |
১ম- ৮২, ২য়- ৮২, ৩য়- ৫৬, ৪র্থ- ৪০, ৫ম- ৩৩।
মোট সদস্য/সদস্যা- ১২ জন, পুরুষ- ০৮জন, মহিলা- ০৪ জন। |
২০০৭- ৮২%, ২০০৮- ১০০%, ২০০৯- ১০০%, ২০১০- ১০০%, ২০১১- ১০০%। |
সমাপনী পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাশ সহ অন্যান্য শ্রেণীতে বার্ষিক পরীক্ষায় ফলাফল সন্তোষ জনক। |
সরকারের পরিকল্পনা অনুযায়ী শিক্ষার মান উন্নয়ন। বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়ন করা সহ ঝরে পড়া রোধ, শতভাগ বিদ্যালয়ে উপস্থিতি ও ভর্তি নিশ্চিত করণ। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস